ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান এশিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান এশিয়ার

কুয়ালালামপুর: মহিলা ফুটবলে খেলোয়াড়দের মাথায় হিজাব পরে মাঠে নামা পুরোপুরি নিষিদ্ধ করেছে ফিফা। ২০০৭ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্ত তুলে নিয়ে মুসলিম ফুটবলারদের নিরাপদ হিজাব ব্যবহারের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।



ফিফার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মুসলিম নেতা ও ক্রীড়া কর্মকর্তারা। হিজাবের ওপর নিষেধাজ্ঞা থাকায় গত জুনে ২০১২ সালের মহিলা অলিম্পিকের বাছাইপর্বের খেলায় জর্ডানের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়নি ইরান।

এএফসির ভারপ্রাপ্ত প্রধান ঝাং জিলং বলেন,‘এশিয়ার অনেক মহিলা ফুটবলার মাথায় হিজাব পরেন। ফিফাকে আইনটি পর্যালোচনা করার অনুরোধ করছি আমি। আর খেলোয়াড়রা যেন নিরাপদ হিজাব পরে মাঠে খেলতে পারে, সেবিষয়ে সংস্থাকে অনুমোদন দেওয়ার আহ্বান জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।