ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

সংযুক্ত আরব আমিরাতের কোচ হচ্ছেন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
সংযুক্ত আরব আমিরাতের কোচ হচ্ছেন ম্যারাডোনা!

দুবাই: আবার জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডিয়াগো ম্যারাডোনা। না, আর্জেন্টিনার নয়; মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের কোচ হতে যাচ্ছেন ৮৬’র বিশ্বকাপ জয়ী নেতা।

এমন ইঙ্গিতই দিয়েছেন ইউএই এফএ (সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন)’র সভাপতি ইউসুফ আল সেরকাল।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ ২০১৪ সালের বাছাইপর্বের খেলায় আমিরাত বাজে পারফরমেন্স করায় কোচ ক্রেকো কাতানিকে বিদায় বলে দেয় ইউএই ফুটবল অ্যাসোসিয়য়েশন। এরপর থেকেই শূন্য প্রধান কোচের পদটি। যদিও অন্তর্বতী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আব্দুল্লাহ মিসফির।

আরব সংবাদপত্র ‘আল ইত্তিহাদ’কে এক সাক্ষাৎকারে আল সেরকাল জানান, এমুহূর্তে দেশের প্রো লিগের দল আল ওয়াসলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। কোচ হিসেবে তাঁর কথা চিন্তা-ভাবনা করছি আমরা।

ইউএই এফএ সভাপতি বলেন,‘হ্যাঁ, জাতীয় দলের দায়িত্ব ম্যারাডোনার কাঁধে তুলে দেওয়ার বিষয়ে চিন্তা করছি আমরা। ‘ম্যারাডোনা’ নামটি এমন যাকে আপনি ভুলে যেতে পারবেন না। যাই হোক, এমুহূর্তে এখানেই (আমিরাত) রয়েছেন তিনি। ’

আর্জেন্টিনার সাবেক কোচ ম্যারাডোনা ছাড়াও কোচের সংক্ষিপ্ত তালিকায় মার্সেলো লিপ্পি, ফ্রাঙ্ক রিজকার্দ ও ডিক অ্যাদভোকাতের নাম রয়েছে বলে জানান ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।