ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মিলানের জয়, ইন্টারের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
মিলানের জয়, ইন্টারের হার

রোম: সিরি ‘আ’তে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান জয় পেলেও হোঁচট খেয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। ক্যাগলিয়ারির বিপক্ষে ৩-০ গোলে জেতে মিলান।

আর লেচ্চির কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইন্টার।

সান সিরোতে ৩২ মিনিটে প্রথম গোল করে মিলান। দুর্দান্ত শটে নিশানাভেদ করেন সুইস ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। সাত মিনিট পর স্বাগতিকদের আরেকবার এগিয়ে দেন অ্যান্তোনিও নোচেরিনো।

৭৫ মিনিটে ক্যাগলিয়ারির পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন বদলি খেলোয়াড় ম্যাসিমো অ্যাম্ব্রোসিনি। বাকি সময় গোল হয়নি।

এদিকে মৌসুমে বাজে সময় পার করা ইন্টার মিলান ফের হোঁচট খেয়েছে। তাদের ১-০ গোলে হারিয়েছে লেচ্চি। জয়সূচক গোলটি করেন গিয়াকোমাজ্জি।

এছাড়া ফিওরেন্তিনা ২-১ গোলে সিয়েনাকে, আতালান্তা ১-০ তে সেসেনাকে, পালের্মো ২-০ ব্যবধানে নোভারাকে, জেনোয়া ৩-২ গোলে নাপোলিকে এবং লাজিও ৩-০ গোলে হারিয়েছে শিয়েভোকে। আর ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে এএস রোমা ও বোলোগনা। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচ এক পয়েন্ট কম নিয়ে পরের স্থানে এসি মিলান।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।