ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

জকোভিচ চ্যাম্পিয়ন, ধরাশায়ী নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২
জকোভিচ চ্যাম্পিয়ন, ধরাশায়ী নাদাল

মেলবোর্ন: পেশিতে টান অনুভূত হচ্ছে, ক্লান্ত হয়ে আসছে শরীরের কোষগুলো, খেলা শেষই হচ্ছে না। দুই সিংহ পুরুষ ছয় ঘণ্টা লড়াই করে ক্ষান্ত হলেন।

ঐতিহাসিক লড়াইয়ে জয় পেলেন নোভাক জকোভিচ। টানা দ্বিতীয়বারের মতো জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন। মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে বিশ্বের এক নম্বর তারকা জোকভিচ হারিয়েছেন সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদালকে।

রোববারে টেনিসের জমজমাট লড়াইয়ে প্রথম সেট জিতে নেন নাদাল। ৭-৫ গেমে হার দিয়ে ম্যাচ শুরু করেন জকোভিচ। তখন বোঝার উপায় ছিলো না শেষ হাসি তিনিই হাসবেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেন নাদালকে ৬-৪ গেমে হারিয়ে। সমতায় ফেরা জকোভিচকে যতটা শক্তি যুগিয়েছে নাদলকে পিছিয়েছে ততটাই। তৃতীয় সেটে গিয়ে পিছিয়ে পড়েন সাবেক বিশ্বসেরা নাদাল। ৬-২ গেমে সেট জিতে ২-১ এগিয়ে যান জকোভিচ। তবে তখনো কি কারোর জানা ছিলো এটি হতে যাচ্ছে টেনিস ইতিহাসে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের সবচেয়ে দীর্ঘ লড়াই।

জকোভিচের প্রতিপক্ষ যে দশ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নদাল। হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ৭-৬ গেমে চতুর্থ সেটে নাদালের জয়ের পরই জমে যায় ম্যাচ। তারপর পঞ্চম সেটের প্রতিযোগিতা পৌঁছে অন্য উচ্চতায়। ‘বিনা যুদ্ধে নাহি ছাড়ি সুচাগ্র মেদিনী’ এমন অবস্থা চলে পুরো সেট জুড়ে। তবে দীর্ঘ লড়াইয়ে ধরাশায়ী হন নাদাল। জকোভিচের চূড়ান্ত সাফল্য আসে ৭-৫ গেমে পঞ্চম সেট জয়ের মাধ্যদিয়ে। আর প্রতিপক্ষদের বার্তা পাঠালেন অরেকটি মৌসুম রাজত্বের।

২০১১ মৌসুমে রাজত্ব প্রতিষ্ঠা করেন ২৪ বছর বয়সী জকোভিচ। এ মৌসুমে ৭৫ ম্যাচ খেলে হারেন মাত্র পাঁচটিতে। যার মধ্যে তিনটি গ্র্যান্ড স্ল্যামসহ জেতেন ১০টি শিরোপা। এটি তার ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad