ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ নাভিদ-বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ নাভিদ-বাট

সংযুক্ত আরব আমিরাতের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাভিদ এবং ওপেনিং ব্যাটসম্যান শায়মান আনওয়ার বাটকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

২০২১ সালের জানুয়ারিতে এই দু’জনের বিরুদ্ধে দুর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গের অপরাধ খুঁজে পায় আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইবুনাল।

 

নিজ দেশে ২০১৯ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নাভিদ ও বাটকে নিষিদ্ধ করা হয়। এবার সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সব ধরনের  ক্রিকেটে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।  

৩৩ বছর বয়সী নাভিদ আরব আমিরাতের হয়ে ৩৯টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন। ৪২ বছর বয়সী বাট খেলেছেন ৪০ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।