ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা: ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর প্রকাশিত ফিফার বিশ্বর‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ এখন ১৪৫তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দেশ বিশ্বকাপ জয়ী স্পেন।

সেরা দশের অন্যদলগুলো হলো নেদারল্যান্ডস, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, উরুগুয়ে, পর্তুগাল, মিসর ও চিলি।

শীর্ষ দশের দলগুলোর মধ্যে জার্মানি ও ইংল্যান্ড আগের র‌্যাঙ্কিংয়ের চেয়ে একধাপ এগিয়েছে। অন্যদিকে একধাপ করে পিছিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

আগস্টে র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান ছিলো ১৫২তম। দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে কেবল মালদ্বীপের চেয়ে পেছনে রয়েছে বাংলাদেশ। মালদ্বীপ এখন ১৪৩তম স্থানে।  

ফিফা র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ১৪৮, নেপাল ১৫৬, ভারত ১৬০, পাকিস্তান ১৬২, আফগানিস্তান ১৯৪ ও ভুটান ১৯৮তম।

ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানটি ছিলো ১৯৯৬ সালের এপ্রিলে। সেবার ১১০ অবস্থানে উঠে এসেছিলো বেঙ্গল টাইগার্সরা। সবচেয়ে খারাপ সময়টি ছিলো ২০০৮ সালের জুনে (র‌্যাঙ্কিংয়ের ১৮৩তম স্থানে)।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।