ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

উইম্বলডন থেকে স্টোসার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুন ২৩, ২০১০

লন্ডন: উইম্বলডন টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ফ্রাঞ্চ ওপেনের ফাইনালিস্ট অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার।

মঙ্গলবার এস্তনিয়া কায়া ক্যানেপি’র কাছে (৬-৪, ৬-৪) সরাসরি সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ষষ্ঠ বাছাই স্টোসার।



“আমি আমার মত খেলতে পারিনি। কিন্তু সে খুব ভালো খেলেছে। খুব ভালো সার্ব করেছে, আমি তা পারিনি। ”

“আমি বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। চেয়েছিলাম আগের বছর গুলোর থেকেও ভালো করতে। কিন্তু পারলাম না। নিসন্দেহে হতাশ। ” বলেন অস্ট্রেলিয়ান এই তারকা।

স্টোসারের প্রশংসা করে বিজয়ী ক্যানেপি বলেন,“প্রতিপক্ষ হিসেবে সে উঁচু মানের। যে কারণেই হোক আজকের ম্যাচে খারাপ খেলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে সে। ”


বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫২ ঘ. ২৩ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।