ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

খেলা

জয়ে শুরু বাংলাদেশ বিমান বাহিনীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
জয়ে শুরু বাংলাদেশ বিমান বাহিনীর জয় দিয়ে শুভ সূচনা করেছে বিমান বাহিনী। ছবি: শোয়েব মিথুন

শুরু হয়েছে ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’। যেখানে সোনালী ব্যাংককে ৫-২ গোলে হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা করেছে বিমান বাহিনী।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বিমান বাহিনী ও সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব। প্রথমার্ধে বিমান বাহিনী ৩-১ গোলে এগিয়ে ছিল।

তার আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার (বিবিপি, এনডিসি, পিএসসি) এর প্রতিনিধি গ্রুপ ক্যাপ্টেন মো. রফিকুর রহমান (বিইউপি, পিএসসি)। উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন ও সম্পাদক বদরুল ইসলাম দীপুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

এবারের এই বিজয় দিবস হকি প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫টি দল। পাঁচ দলের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল এদিন ফাইনালে মুখোমুখি হবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড। এবারের এই প্রতিযোগিতা প্রথমে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত লিগ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল ও প্রাইজমানি পবে। এছাড়া চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।