ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

খেলা

ফ্রান্সের বিদায়ে খুশি আইরিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১০

ডাবলিন: পাওয়ার কথা সমবেদনা। পাচ্ছে উপহাস।

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ফ্রান্সের বিদায়ে খুশিতে আত্মহারা আইরিশরা।

এ জন্য দায়ী ফরাসিরাই। বাছাই পর্বে আয়ারল্যান্ডের সঙ্গে ড্র নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ৯৮’র চ্যাম্পিয়নরা। কিন্তু অবৈধ ভাবে ওই ম্যাচ জিতেছিলো ফ্রান্স। হাত দিয়ে গোল করেছিলেন থিয়েরি হেনরি। এ জন্য আইরিশদের কাছে দুঃখ প্রকাশও করেছিলেন অঁরি। এর পরেও দুঃখ যায়নি আইরিশদের।

আয়ারল্যান্ডের সাবেক সহকারী কোচ লিয়াম ব্রাডি বলেন,“ফ্রান্সের এরকম বিদায়ে আমি দারুণ খুশি। ” আরটিই স্টেট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন,“সত্যি, ওরা অত্যন্ত বাজে পারফরমেন্স করেছে। আচরণও ছিল বাজে। তাই হারের লজ্জা নিয়েই দেশে ফিরছে। ”

লিয়াম একা নন আইরিশ পত্রিকাগুলোও উচ্ছ্বাস প্রকাশ করেছে ফ্রান্সের বিদায়ে। দ্য আইরিশ টাইম লিখেছে,“প্রহসনকারী ফ্রান্সের বিদায়। কলঙ্ক নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো কোচ রেমন্ড ডমেনেখের। ” দ্য এক্সেমিনার প্রত্রিকা তাদের শিরোনাম করেছে, “রেমন্ডের স্বপ্ন ভেঙ্গে খান খান। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০৫ ঘ. ২৩ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।