ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকুন্দিয়ায় ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
পাকুন্দিয়ায় ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবল, ফুটবল ও ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 পাকুন্দিয়া উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্রীড়া সামগ্রীগুলো দেওয়া হয়েছে।  

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. হারুন-অর-রশীদ জুয়েল, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ প্রমুখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।