ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্জেন্টিনা দলে জায়গা হয়নি দি মারিয়া-আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আর্জেন্টিনা দলে জায়গা হয়নি দি মারিয়া-আগুয়েরোর দি মারিয়া ও আগুয়েরো

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান কোচ লিওনেল স্কালোনির ৩০ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা আনহেল দি মারিয়া ও সার্জিও আগুয়েরোর।

 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন দি মারিয়া। ছিলেন দুর্দান্ত ফর্মেও। তারপরও ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে দলে রাখেননি স্কালোনি।  

অন্যদিকে আগুয়েরোর গত মৌসুম কেটেছে চোটের সঙ্গে যুদ্ধ করে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডকে আরও দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। তবে দলে ফিরেছেন আতালান্তা ফরোয়ার্ড আলেজান্দ্রো গোমেস।  

৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গায় পাওয়ার মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর ৫ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রাথমিক সূচি অনুযায়ী গত মার্চে ম্যাচ ‍দু’টি মাঠে গড়ানোর কথা। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে তা স্থগিত রাখতে হয়।  

তবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফিফা জানায়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব হবে অক্টোবরে। এর পরদিনই ৩০ সদস্যের দল ঘোষণা করে আর্জেন্টিনা।

দুই অভিজ্ঞ তারকা দি মারিয়া ও আগুয়েরো না থাকলেও দলে আছেন কনমেবল অঞ্চলের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড লিওনেল মেসি। এছাড়া নতুন মুখ হিসেবে আছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।  

আর্জেন্টিনা ৩০ সদস্যের দল: 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম), রেনসো সারাভিয়া (ইন্তারন্যাসিওনাল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (মার্শেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (অ্যাতলেতিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেস), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভান্নি লো সেলসো (টটেনহ্যাম), নিকোলাস দোমিনগেস (বোলোনা)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), অ্যালেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন), আলেজান্দ্রো গেমেস (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কালিয়ারি) ও ক্রিস্টিয়ান পাভোন (এলএ গ্যালাক্সি)।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।