ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

লাবনী পয়েন্টে বিপিএল কনসার্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
লাবনী পয়েন্টে বিপিএল কনসার্ট

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ক্রিকেটে জাগরণ তুলতে বিচ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। কক্সবাজার সৈকতে শুক্রবার বিকেলে মহাধুমধাম করে কনসার্ট হবে।



এরই মধ্যে বিসিবি পরিচালকগণ, অ্যাকাউন্ট বিভাগের সদস্যগণ, ছয় ফ্রেঞ্চাইজি প্রতিষ্ঠানের প্রতিনিধি-বহরসহ ব্যবস্থাপনায় নিযুক্ত গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সদস্যরা কক্সবাজারে অবস্থান করছেন। আয়োজনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন হয়ে গেছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলে চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু কক্সবাজার লাবনী পয়েন্টের কনসার্টের নাম দিয়েছেন, ‘বিপিএল টি-টোয়েন্টি বিচ কনসার্ট’।

শুক্রবারের কনসার্টে সঙ্গীত পরিবেশনে ভারতের শ্রেয়া ঘোষালের সঙ্গে অমিত পালকেও দেখা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের জেমস, নির্বাচিতা, রিঙ্কু, নিশিতা, ইমরান গান পরিবেশন করবেন।

বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়, চ্যানেল নাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে রাত নয়টায়। গানবাজনা শেষে ছয় মিনিট আতশবাজি পুড়িয়ে বর্ণীল করে তোলা হবে দরিয়ার সৈকতের আকাশ। কর্পোরেট সোসাল রেসপন্সিবলিটি (সিআরএস)’র অংশ হিসেবে ওই দিন সকালে কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন কাজে দেড়’শ থেকে দুই’শ কর্মী অংশগ্রহণ করবে। পরিচ্ছন্ন কাজে সহযোগিতা করবে হিমালয় বিজয়ী মুসা ইব্রাহিমের সংগঠন নর্থ আলপাইনের কর্মীরা।

সমুদ্র সৈকতে কনসার্ট আয়োজনের কারণ সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন,‘কক্সবাজারে এখন দেশের লাখ লাখ পর্যটক ভিড় করছে। এই সময় একটি কনসার্ট করলে তাদের মাধ্যমে বিপিএল প্রচার পাবে। সেজন্যই এখানে কনসার্টের আয়োজন। ’

বাংলাধেশ সময়: ২০০১ ঘণ্ট, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।