ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

গেম অনকেও টাকা ধার দেয় বিসিবি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
গেম অনকেও টাকা ধার দেয় বিসিবি!

ঢাকা: সাড়ে তিন’শ কোটি টাকার পুরোটাই আসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ‘বিপিএল’ আয়োজনের স্বত্ব বিক্রি থেকে। আরও আছে, ছয় বছর ঠিকঠাক বিপিএল চালাতে পারলে অতিরিক্ত মুনাফা থেকে ফুলেফেঁপে উঠবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কোষাগার!
 
অভাব অনুযোগ থাকবে না বিসিবি পরিবারের সদস্যদের মধ্যে।

অন্তত টাকার অভাবে কোন খেলা আটকাবে না। সবকিছু স্বপ্নের মতো। স্বপ্নের বীজ বিসিবি কর্তাদের মনে ছিটিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট। যাদের কাছে বিপিএল আয়োজনের স্বত্ব বেচে দেওয়া হয়েছে।    

ভারতীয় প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিও করে ফেলেছে বিসিবি। চুক্তির শর্ত মতে দুই বছরের ব্যাংক গ্যারান্টিও পেয়েছে। যদিও প্রথম বছরের জন্য প্রাপ্য মূলধন হাতে পায়নি। খেলা শুরুর আগে নিশ্চয়ই দিয়ে দেবে। এনিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তাদের মনে বিন্দুমাত্র সংশয় বা সন্দেহ নেই। অতএব গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে বিসিবির বন্ধুত্ব জমে গেছে। সম্পর্কটা এত বেশি গাঢ় হয়েছে, বিসিবি তাদেরকে ধারকজ্জ দিতেও দ্বিধা করছে না। বিসিবির কোষাগার থেকে দেড় কোটি টাকা ধার নিয়েছে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট। যদিও তাদের কাছ থেকে এখন পর্যন্ত ফুটো পয়সাও পায়নি বিসিবি!

গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টকে টাকা ধার দেওয়া নিয়ে মহাবিপদে পড়েছিলেন বিসিবি সদ্য প্রয়াত সিইও মঞ্জুর আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,‘বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা সিইও’কে চাপ দিয়েছেন গেম অনকে টাকা ধার দেওয়ার জন্য। বিপিএল বিরোধী বিসিবি পরিচালকরা সিইও’কে চাপ দিয়েছেন টাকা না দেওয়ার জন্য। উভয় শঙ্কটে পড়ে শেষপর্যন্ত উচ্চ রক্ত চাপ নিয়ে সোমবার বাসায় ফিরেছিলেন মঞ্জুর আহমেদ। ’

গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট বিসিবির কাছ থেকে টাকা ধার পেয়েছে। হয়তো আরও পাবে। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল নিজের মুখে তা স্বীকারও করেছেন,‘গেম অনের সঙ্গে আমাদেরকে মিলেমিশে বিপিএল সফল করতে হবে। বিভিন্ন অনুষ্ঠান করতে তাদের অনেক টাকা খরচ হচ্ছে। আমাদের কাছ থেকে তাই ধারে টাকা নিয়েছে। ফেরত দেওয়া শর্তে আমরা টাকা দিয়েছি। ’

প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছিলো যাদের কাছ থেকে এখনও কোন নগদ অর্থ পাওয়া যায়নি তাদেরকে টাকা ধার দেওয়া কতটা যৌক্তিক? মোস্তফা কামাল উত্তর দিয়েছেন,‘তারা তো আমাদেরকে ব্যাংক গ্যারান্টি দিয়েছে। এছাড়া বিপিএল সফল করতে হলে আমাদেরকেও খরচ করতে হবে। তারা একা করলে তো হবে না! আর প্রথম বছরের চুক্তির টাকাও দিয়ে দেবে। আমরা এখনও ব্যাংক একাউন্ট খুলিনি। তাই দেরি হচ্ছে!’

সত্যিই সেলুকাস, বিচিত্র যুক্তি বিসিবি সভাপতির! যাদের কাছ থেকে এখনও কিছু পায়নি তাদেরকে ধার দিয়ে উপকার করছে। গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী জানিয়েছেন, ধারের টাকা শোধও করে দিয়েছেন,‘বাংলাদেশে তো অনেক কিছু করতে পারি না আমরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অসুবিধে। তাই বিসিবি থেকে আমাদেরকে ধার নিতে হয়েছে। টাকা শোধও করে দিয়েছি। ’

ছয় বছর আগে জাতীয় দলের খেলা সম্প্রচারের টিভি স্বত্ব বিক্রি করে এমনি ভাবে চার’শ কোটি টাকা মুনাফা করার স্বপ্নে বিভোর ছিলো বিসিবি। ভারতের আরেকটি প্রতিষ্ঠান নিম্বাস স্পোর্টস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছিলো। চুক্তি শেষ হওয়ার সময় হয়ে গেলেও বিসিবি তাদের কাছ থেকে পেয়েছে অল্পই। চুক্তির অর্থ থেকে নিম্বাসকে ‘প্রডাকশন কস্ট’ বাবদ দিতে হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। মন্দাপরিস্থিতির কারণে ছাড় দেওয়ার পরেও বিসিবির হিসেবে এখনও নিম্বাসের কাছে এক’শ কোটি টাকা পাওয়া যাবে। আইনি লড়াইয়ে নামার উদ্যোগ নিয়েও দোটানায় আছে বিসিবি। হয়তো বাকি টাকা না দিয়েই এই এপ্রিলে শেষ হবে বহুল আলোচিত নিম্বাস চুক্তি। শেষপর্যন্ত বিপিএলের সোনালী স্বপ্ন স্বপ্নই থেকে না যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।