ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

৪৩ রানেই শেষ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
৪৩ রানেই শেষ শ্রীলঙ্কা

পার্ল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই ধরাশায়ী হয়েছে শ্রীলঙ্কা। প্রোটিয়াসদের ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেছে তারা।

ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন স্কোরের জন্য সফরকারীরা হেরেছে ২৫৮ রানের বিশাল ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ৩০১/৮
শ্রীলঙ্কা ইনিংস: ৪৩
ফল: দক্ষিণ আফ্রিকা ২৫৮ রানে জয়ী  

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরতেই ধাক্কা খায় লঙ্কানরা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। সফরকারীদের বিপর্যয়ের সূচনা এখান থেকেই। দলীয় স্কোরে দুই অঙ্কের কোঠা পূর্ণ হওয়ার আগে ৫ উইকেট হারায় তারা।

শেষপর্যন্ত বিপর্যয় সামলে দলীয় হাফ সেঞ্চুরি করতে পারেনি সফরকারীরা। এজন্য দিলশানরা গুটিয়ে যায় নিজেদের সর্বনিম্ন দলীয় স্কোরে (৪৩)। সবেচেয়ে বেশি ১৯ রান করেন কোসালা কুলাসেকারা। ১০ রান খরচায় চারটি উইকেট নেন মর্নে মর্কেল। এছাড়া তোতসোবে নেন তিনটি উইকেট।

এর আগে টস জিতে হাশিম আমলার শতক (১১২), জ্যাক কালিস ও এবি ডি ভিলিয়ার্সের অর্ধশতকে আট উইকেট হারিয়ে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা। একাই পাঁচ উইকেট শিকার করেন পেসার লাসিথ মালিঙ্গা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। শনিবার ইস্ট লন্ডনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।