ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবি-বিএসএফ ভলিবল টুর্নামেন্ট

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ওপারে ভারতের মোহদীপুর সীমান্তে বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র সঙ্গে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিগত কয়েক বছর ধরে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।



বিজিবি সূত্র জানায়, বিকেল ৩টার দিকে ভলিবল খেলায় বাংলাদেশি ১৮ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহাঙ্গীর হোসেন।

অধিনায়ক লেঃ কর্ণেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, প্রতি বছরের ন্যায় এ বছর খেলা দু’পক্ষই থেকেই আয়োজন করা হয়েছে। এর প্রধান কারণ হলো দু’দেশের সীমান্ত বাহিনীর মনোবল চাঙ্গা এবং এদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা।

বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad