ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জাতীয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন সেনা বাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

ঢাকা: সিটিসেল ২৫তম জাতীয় বাস্কেটবলের শিরোপা জিতেছে সেনা বাহিনী। বুধবার প্রতিযোগিতার ফাইনালে তারা হারিয়েছে নৌ বাহিনীকে।



ধানমন্ডি উডেনফ্লোর বাস্কেটবল জিমনেসিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ৩৯-৩১ পয়েন্টে এগিয়েছিল সেনা বাহিনী। শেষ পর্যন্ত ৭২-৬৫ পয়েন্টে নৌ বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনা বাহিনী।

বিজয়ী দলের মিথুন ২৪ ও আমানত ২২ পয়েন্ট এবং নৌ বাহিনীর মিথুন ২৯ ও রাশেদ ২২ পয়েন্ট  স্কোর  করেন।
 
তৃতীয় স্থান নির্ধারনী খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৫৭-৫৪ পয়েন্টে হারিয়েছে খুলনা জেলাকে।
প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল ফেয়ার প্লে ট্রফি পায় এবং শ্রেষ্ট খেলোয়াড় হিসাবে বিবেচিত হন সেনা বাহিনীর আমানত আলী।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল)‘র  চীফ অপারেটিং অফিসার ডেভিড লী।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।