ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টাইগাররা শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলন করুক, আগ্রহ বিসিবির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
টাইগাররা শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলন করুক, আগ্রহ বিসিবির সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন/ছবি: শোয়েব মিথুন

আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর।

এই সিরিজকে সামনে রেখে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে দুই ধাপে অনুশীলন শেষ করেছেন মুশফিকরা। তবে দেশের চেয়ে শ্রীলঙ্কাতেই বেশি অনুশীলন করাতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৫ আগস্ট) বিসিবি কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আয়োজন শেষে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করলেও তাতে ঝুঁকি থেকেই যায়। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি অনেকটাই ভালো বলেই ক্রিকেটারদের সেখানে অনুশীলন করানোর কথা চিন্তা করছে বিসিবি।  

পাপন বলেন, 'এখন ব্যক্তিগত অনুশীলন হচ্ছে। নিয়ম মেনে অামরা সব ভাগ করে দিয়েছি। সব কিছু ঠিকঠাক চলছে। কিন্ত ওদের এখনও করোনা টেস্ট করানো হয়নি। ওরা ব্যক্তিগতভাবে আগ্রহ দেখিয়েছে। আমরা অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছি। বিসিবিতে ওরা যখন আসছে গ্রাউন্ডসম্যানরা ওদের সঙ্গে কাজ করছে। আরও কত মানুষ আছে। এদের কারো টেস্ট হয়নি। তাই ওরা যে নিরাপদ আমরা তো বলতে পারছি না। ' 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি বর্তমানে বেশ ভালো। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসছে। বিগত কয়েক মাসে আক্রান্তের সংখ্যা তেমন নেই বলেই চলে। তাই শ্রীলঙ্কায় অনুশীলন করাটাই নিরাপদ মনে হচ্ছে বিসিবির কাছে।

বিসিবি সভাপতি বলেন, 'ক্রিকেটারদের জন্য যে ক্যাম্প করবো, ওদের জন্য একটা হোটেল রাখতে হবে। ওই হোটেলে যে স্টাফ তাদের তো টেস্ট করিনি। ওদের  হাউসকিপিং, খাওয়া-দাওয়া কোথা থেকে হবে সেগুলো তো আমি জানি না। রিস্ক থাকবেই। এখন এটাকে কিভাবে কমিয়ে আনা যায়? সেজন্য ওদেরকে এটাই পরামর্শ দিয়েছি যত অনুশীলন কম করে এটাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া। এখানে ব্যাপারটাকে শর্ট করে ওখানে আগে গিয়ে অনুশীলন করা। আমরা ধারণা করতে পারি এই মুহূর্তে শ্রীলঙ্কা আমাদের থেকে নিরাপদ। এজন্য ওখানে বেশি সময় থেকে, বেশি সময় ধরে ক্যাম্প করলে সেটাই ভালো। '

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।