ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বার্সার আরেক দুঃসংবাদ, করোনা আক্রান্ত উমতিতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বার্সার আরেক দুঃসংবাদ, করোনা আক্রান্ত উমতিতি স্যামুয়েল উমতিতি।

বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়ে এমনিতেই বিপাকে পড়েছে বার্সেলোনা। এবার স্প্যানিশ জায়ান্টরা শুনল আরেক দুঃসংবাদ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্লাবটির ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।

যদিও ২৬ বছর বয়সী এই ফরাসি তারকা গত জুলাই থেকেই দলের সঙ্গে নেই। হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে কাজ করছেন তিনি। ফলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লিসবনে তিনি ছিলেন না। যেখানে এক লেগের এই ম্যাচে ৮-২ গোলে হেরে বিদায় নেয় বার্সা।

এ নিয়ে এক বিবৃতিতে বার্সা জানায়, বৃহস্পতিবার সে টেস্ট করিয়েছে, তার শারীরিক অবস্থা ভালো এবং সে ঘরেই আইসোলেশনে আছে। ক্লাব ইতোমধ্যে প্রাসঙ্গিক খেলা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিয়েছে, যে তার কাছে আসা সবাইকে খুঁজে বের করে টেস্ট করাতে।

এর আগে বার্সা নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলারের করোনা পজিটিভ বলে জানিয়েছিল। পরবর্তীতে জানা যায় সেই ফুটবলার জেন-ক্লাইর তোদিবো।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।