ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিপিএলে চট্টগ্রামের দাম সবচেয়ে বেশি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২
বিপিএলে চট্টগ্রামের দাম সবচেয়ে বেশি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুর আহমেদের আকস্মিক মৃত্যুতে বিপিএল টি-টোয়েন্টির ফ্রেঞ্জাইজি নিলামের আড়ম্বর অংশ ছেঁটে ফেলা হয়। সাদামাটা করে নিলাম সম্পন্ন করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

টেন্ডারে অংশ নেওয়া নয়টি কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ছয়টি দলের স্বত্ব বিক্রি করা হয় ছয়টি প্রতিষ্ঠানের কাছে। টেন্ডারের মাধ্যমে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগের দল। ডিজিটাল অটো কেয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নয় কোটি টাকায় (১২ লাখ বা ১.২০ মিলিয়ন ডলার) স্বত্ব পেয়েছে এসকিউ স্পোর্টস। ডিজিটাল অটো কেয়ার ১.০৫ মিলিয়ন ডলার মূল্য দিতে চেয়েছিলো। বিসিবি সিইও’র আকস্মিক মৃত্যুতে প্রতিক্রিয়ায় তেমন কিছু বললেন না এস কিউ স্পোর্টস’র কর্মকর্তা আলি আহসান মাহাবুব,‘বিসিবির সিইও আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে শোকাহত। আজ কিছু বলতে চাই না। আরেকদিন সংবাদ সম্মেলনে করে আমাদের দল সম্পর্কে পরিষ্কার জানাবো। ’

দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে খুলনা বিভাগ। ১১ লাখ (১.১০ মিলিয়ন) মার্কিন ডলার দিয়ে খুলনার মালিকানা পেয়েছে ওরিয়ন গ্রুপ। সাউদার্ন ইন্টারন্যাশনাল এবং পাল ট্রেডিং তাদের সঙ্গে বিড করেছে। ওরিয়নের কর্মকর্তা তানভির কামরুল ইসলাম জানান,‘খুলনার নাম আসলেই সুন্দরবনের জন্য সুন্দর সুন্দর একটা গন্ধ চলে আসে। আমরা চেষ্টা করবো সেরা দল গড়তে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা বিশ্বে আমাদের দেশের নাম ছড়িয়ে দিতে চাই। সাকিবের মতো একজন ক্রিকেটার দলে থাকা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। ’

১০ লাখ ৭০ হাজার (১.০৭ মিলিয়ন) ডলারে ডিজিটাল অটো কেয়ার কিনেছে রাজশাহী বিভাগীয় দল। তাদের কোচের দায়িত্ব থাকবেন খালেদ মাসুদ পাইলট ও মো. সালাউদ্দিন। প্রধান উপদেষ্টা করা হয়েছে আতাহার আলীকে। ম্যানেজার থাকবেন ফারুক আহমেদ। ডিজিটাল অটো কেয়ারের মো. তওহিদুর রহমান মোহন বলেন,‘স্বত্ব পাওয়ায় আল্লাহকে ধন্যবাদ। ধন্যবাদ বিসিবি ও বিপিএলকে। ’

তাদের উপদেষ্টা আতহার আলী জানান,‘হাইপ্রোফাইল ক্রিকেটারদের নিয়ে অমরা একটা ভালো দল গড়তে চেষ্টা করবো। প্রথম বছর হয়তো দল গড়তে কষ্ট হবে। ’

সিলেটের জন্য সর্বোচ্চ ১০ লাখ ৬০ হাজার (১.০৬ মিলিয়ন) ডলার মূল্য দিতে হয়েছে ওয়ালটনকে। তাদের সঙ্গে যৌথ বিনিয়োগ করবে শ্রীলঙ্কা এবং ভারতীয় কোম্পানি। ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান জানালেন তাদের দলের নামীদামি সব ক্রিকেটার খেলবে,‘বিদেশিদের নিয়ে একটি ভালো দল গড়তে চাই। আমাদের বিদেশি বিনিয়াগকারী রয়েছে। আশা করছি দল গড়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে দিতে পারবো। ’

ঢাকা বিভাগ বিক্রি হয়েছে সাড়ে ১০ লাখ (১.০৫ মিলিয়ন) ডলারে। ইউরোপা গ্রুপ ওই মূল্য দিয়ে ঢাকার মালিকানা পেয়েছে। ইউরো গ্রুপের কর্মকর্তা শিহাব হাসান চৌধুরীও সেরা দল গড়ার প্রতিশ্রুতি দিলেন,‘হাই প্রোফাইল ক্রিকেটারদের নিয়ে সেরা দল গড়াই আমাদের লক্ষ্য। ঢাকায় খেলা বেশি হবে। দর্শক বেশি সমাগম হবে। ’

সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে বরিশাল বিভাগীয় দলের স্বত্ব। ১০ লাখ ১০ হাজার মার্কিন ডলার দিয়ে মালিকানা কিনেছে আলিফ গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজুর রহমান বলেন,‘আল্লাহ’র অশেষ রহমতে বরিশালের স্বত্ব পেয়েছি। আমাদের টার্গেট ভালো ক্রিকেট খেলা। বিসিবিকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে। ’
ফ্রেঞ্চাইজি নিলামে ছয়টি বিভাগীয় দল বিক্রি করে এরই মধ্যে প্রায় ৫২ কোটি টাকার ওপরে লাভ করে ফেলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।