ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার

ঢাকা: ইংল্যান্ড লায়ন্স ১-০ তে পিছিয়ে থাকায় দ্বিতীয় ওয়ানডেটিও তাদের জন্য একরাশ চাপ হয়ে থাকবে। ভেন্যু ওই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হলেও প্রতিপক্ষ একাদশে অনেক পরিবর্তন।

প্রথম ম্যাচের একাদশের ছয় ক্রিকেটার নেই মঙ্গলবারের খেলায়।

মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নূর হোসেন, আল আমীন, আলাউদ্দিন বাবু ও তাসামুল হক ঢাকায় ফিরে এসেছেন প্রিমিয়ার লিগের খেলার জন্য। তাদের জায়গায় খেলবেন মাহমুদুল হাসান লিমন, নাজিমউদ্দিন চৌধুরী, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, নাজমুল হোসেন ও এনামুল হক জুনিয়র। এই ছয়জনও মানের বিচারে পিছিয়ে নেই। এক্ষেত্রে বাংলাদেশ দলের চেয়ে লায়ন্সেরই সমস্যা বেশি হবে নতুনদের খেলতে।

প্রধান নির্বাচক আকরাম খানও মনে করেন একাদশে পরিবর্তন আনায় ইংল্যান্ড লায়ন্স পরিকল্পনা করতে পারবে না,‘আগে যে স্পিনারদের খেলেছে কাল (মঙ্গলবার) তাদের অনেকে খেলবে না। তারপরেও দ্বিতীয় ম্যাচের দলটি খারাপ না। লায়ন্স যে ভাবে চিন্তা করেছে খেলার মাঠে গিয়ে সে ভাবে প্রয়োগ করতে নাও পারে। এতে লাভও হতে পারে। ’  

দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে সুবিধাজনক স্থানে থাকবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ নিশ্চিত করার জন্য বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৫৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।