ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মনস্তাত্ত্বিক প্রয়োজন শচীনের: লতিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
মনস্তাত্ত্বিক প্রয়োজন শচীনের: লতিফ

করাচি: প্রথম ক্রিকেটার হিসেবে শতকের শতক অর্জনে বিলম্ব হওয়ায় শুধু শচীন টেন্ডুলকারই নয়; কোটি কোটি ভক্তদের সঙ্গে স্নায়ু চাপে ভুগছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। রেকর্ড গড়তে তারা নানা পরামর্শ দিচ্ছেন লিটল মাস্টারকে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ তো টেন্ডুলকারকে আহ্বান জানিয়েছেন মনস্তাত্ত্বিকের কাছে যাওয়ার জন্য।

সাবেক উইকেটরক্ষক লতিফ বলেন,‘কোন সন্দেহ নেই মানসিক চাপে আছেন শচীন। বিষয়টি স্বীকার না করলেও রেকর্ড গড়তে মানসিক চাপের মুখোমুখি সে। এজন্য স্পোর্টস মনস্তাত্ত্বিকের কাছ থেকে পরামর্শ নেওয়া তার জন্য মন্দ হবে না। ’

অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট সিরিজের দুটিতে হেরেছে ভারত। দুই টেস্টে অর্ধশতক পেলেও শতক বঞ্চিত হয়েছেন শচীন। অবশ্য রশিদ লতিফ বিশ্বাস করেন, শেষ টেস্টে কাক্সিক্ষত শতক পেয়ে যাবেন শচীন। আর এই সিরিজে করবেন শতকের শতক।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।