ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি হলেন অতিরিক্ত আইজিপি শেখ মারুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি হলেন অতিরিক্ত আইজিপি শেখ মারুফ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি হলেন অতিরিক্ত আইজিপি শেখ মারুফ

ঢাকা: বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ তাকে এ দায়িত্ব দেন।

সোমবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- এর আগে শেখ মোহাম্মদ মারুফ হাসান বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ক্রীড়া অনুরাগী এই পুলিশ কর্মকর্তা ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ ফুটবল দলের নেতৃত্ব দেন। ২০১৪ সালে ফিফার আমন্ত্রণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দলের সদস্য হিসেবে ব্রাজিলে অনুষ্ঠিত কংগ্রেসে অংশ নেন তিনি। ব্রাজিলের কংগ্রেসে অংশগ্রহণের সময় ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার এর সঙ্গেও সাক্ষাৎ করেন শেখ মুহম্মদ মারুফ হাসান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মজীবনের পাশাপাশি পুলিশের এ কর্মকর্তার খেলাধুলার প্রতি প্রচণ্ড আগ্রহ অনুরাগ ও ভালোবাসা রয়েছে। এ পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্রীড়া সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব; বাশাআপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট; বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি; বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সহ-সভাপতি ও টিম ম্যানেজার; বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি; বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সভাপতি; খুলনা জেলা সমিতি ঢাকার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। এছাড়াও তিনি ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের দুইবারের প্রেসিডেন্ট; বাংলাদেশ বাউল সমিতি মানিকগঞ্জের প্রধান উপদেষ্টা; এশিয়ান ফুটবল ফেডারেশনের  (এএফসি) প্রাক্তন প্রধান সিকিউরিটি অফিসার; বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রাক্তন সদস্য (নির্বাচিত); বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি; বৃহত্তর খুলনা সমিতি ঢাকার সভাপতিসহ বহু সংগঠনের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসজেএ/এইচজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।