ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সেরা গোলরক্ষক এডারসন, গোল্ডেন বুট জিতলেন ভার্ডি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
সেরা গোলরক্ষক এডারসন, গোল্ডেন বুট জিতলেন ভার্ডি ডি ব্রুইন ও এডারসনের সঙ্গে গার্দিওলা এবং গোল্ডেন বুটজয়ী ভার্ডি

সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন লেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি।

 

২০১৯/২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যানসিটি। গত আসরে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন সেবারের রানার্স-আপ অলরেডদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।  

এবার জিতলেন তারই স্বদেশি এডারসন। ২৬ বছর বয়সী সিটি গোলরক্ষক সদ্য সমাপ্ত মৌসুমে ক্লিন শিট করেছেন ১৬টি। এটিই এডারসনের প্রথম গোল্ডেন গ্লাভ জয়।  

মৌসুমের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়য়নস লিগ নিশ্চিত হতো লেস্টারের। তবে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ২-০ গোলে হেরে গেছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।  

হারলেও একটি পুরস্কার জিতে নিয়েছেন ভার্ডি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের সেরা গোলদাতার পুরস্কার ওঠেছে তার হাতে। ২৩ গোল নিয়ে গোল্ডেন বুট জিতেছেন ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। ২২ গোল করে তার নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্সেনালের পিয়েরে এমেরিক-অউবামেয়াং।  

এর আগে ২০১৫-১৬ মৌসুমে লেস্টারকে শিরোপা জেতানো অভিযানেও গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সাবেক চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাকে টপকে সবচেয়ে বেশি বয়সে প্রিমিয়ার লিগের সেরা গোলদাতার পুরস্কার জিতলেন ভার্ডি।  

এছাড়া সদ্য সমাপ্ত মৌসুমে ২০ গোলে অ্যাসিস্ট করে আর্সেনালের সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করেছেন কেভিন ডি ব্রুইন। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের ক্ষেত্রে এই দুই তারকা বসেছেন একই চেয়ারে।

তবে একটা জায়গায় সবার শীর্ষে ডি ব্রুইন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে দুই লিগে সর্বোচ্চ ২০ গোলে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন বেলজিয়ান মিডফিল্ডার।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।