ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সিলভার বিদায় রাঙিয়ে দিলেন ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
সিলভার বিদায় রাঙিয়ে দিলেন ডি ব্রুইন সতীর্থদের থেকে বিদায় নিচ্ছেন সিলভা

মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার একেবারে তলানির দল নরউইচকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।

 

এই ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ বছরের যাত্রার ইতি টানলেন ম্যানসিটি কিংবদন্তি ডেভিড সিলভা। তবে স্প্যানিশ মিডফিল্ডারের বিদায়ের রাতে সব আলো চুরি করে নিলেন কেভিড ডি ব্রুইন। নিজে জোড়া গোল তো করেছেনই। সেই সঙ্গে দলের হয়ে গ্যাব্রিয়েল জেসুসের করা প্রথম গোলটিতেও সাহায্য করেছেন তিনি।  

এই নিয়ে প্রিমিয়ার লিগের একক মৌসুমে সর্বোচ্চ ২০ গোলে অ্যাসিস্ট করে সাবেক আর্সেনালের সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরির সঙ্গে একই চেয়ারে বসলেন বেলজিয়ান মিডফিল্ডার।

এবার লিভারপুলের কাছে শিরোপা বিসর্জন দেওয়া পেপ গার্দিওলার দল মৌসুম শেষ করেছে ৩৮ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।