ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

শচীনদের জন্য টুইটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
শচীনদের জন্য টুইটার নিষিদ্ধ

মুম্বাই: ভারতীয় ক্রিকেটারদের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে দেশটির টিম ম্যানেজমেন্ট। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা মহেন্দ্র সিং ধোনির দল এরই মধ্যে চার টেস্ট সিরিজের দুটিতে হেরেছে স্বাগতিকদের কাছে।



দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় স্থানীয় দর্শকরা বিরাট কোহলিকে অশ্রাব্য ভাষায় উত্যক্ত করায় মধ্যমা আঙ্গুল প্রদর্শন করে তার জবাব দেন এই ক্রিকেটার। এজন্য কোহলিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মধুগল।

দর্শকদের আঙ্গুল প্রদর্শনের বিষয়ে পরে টুইটারে কোহলি লিখেছেন, ‘আমি মেনে নিচ্ছি, ক্রিকেটাররা কখনো পাল্টা-প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু দর্শকরা যখন আপনার মা-বোনকে নিয়ে বাজে মন্তব্য করে তখন, আমিও এমন বিষয়ই শুনেছি। ’

কোহলির মতামত প্রকাশের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে দলের ক্রিকেটাররা টুইটার ব্যবহার করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।