ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ঢাকায় ফিরছেন ‘এ’ দলের ছয় ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১২
ঢাকায় ফিরছেন ‘এ’ দলের ছয় ক্রিকেটার

ঢাকা: জাতীয় দলের নির্বাচকরা আছেন মহা ফাঁপরে। বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন নিয়েই তাদের যত ব্যস্ততা।

প্রতিটি ম্যাচের একাদশেই পরিবর্তন আনতে হচ্ছে ক্লাবের চাপের মুখে।

ইংল্যান্ড লায়ন্সকে রোববার যে একাদশ নিয়ে খেলে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে ছয়জন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমীন, আলাউদ্দিন বাবু, নূর হোসেন মুন্না, ইমরুল কায়েস এবং তাসামুল হক চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসছেন ১১ জানুয়ারি লিগের ম্যাচ খেলার জন্য।

তাদের জায়গায় দলে যোগ দিতে চট্টগ্রামে গেছেন স্পিনার মাহমুদুল হাসান, উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিন চৌধুরী, ওপরের দিকের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক, ব্যাটসম্যান রকিবুল হাসান, পেসার নাজমুল হোসেন ও স্পিনার এনামুল হক জুনিয়র।

লিগের খেলার আগের দিন ‘এ’ দলের ম্যাচে তাদের খেলোয়াড়দেরকে খেলতে দিতে রাজি নয় ক্লাবগুলো। বিসিবি থেকে এনিয়ে কোন কথাও বলছে না। পরিচালকদের বেশিরভাগ ক্লাব কর্মকর্তা হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। ক্লাবের বিরুদ্ধে কোন কথাই বলতে পারছেন না তারা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।