ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সবার আগে কোয়ার্টার ফাইনালে আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১২
সবার আগে কোয়ার্টার ফাইনালে আবাহনী

ঢাকা: ফেডারেশন কাপ ফুটবলে শিরোপা ধরে রাখার অভিযানে ভালোভাবেই এগোচ্ছে আবাহনী। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আকাশী-হলুদরা।

রোববার ‘বি’ গ্রুপে তারা ২-১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। অপর ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফেনী সকারকে ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে দ্বিতীয় বিভাগের দল বাংলাদেশ পুলিশ এসসি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আরামবাগের ওপর প্রাধান্য বিস্তার করে ফেভারিট আবাহনী। ১৮ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড লাকি পলের গোলে তারা ১-০ তে এগিয়েও যায়। বামপ্রান্ত থেকে ওয়ালি ফয়সালের ক্রসে তুয়াম ফ্রাঙ্কের হেড গোলরক্ষক মুস্তাফিজ পাঞ্চ করলে বক্সে ওঁৎপেতে থাকা লাকি বল পেয়েই জালে জড়ান।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপিয়ে খেলে আকাশী-হলুদ জার্সিধারীরা। ৬৬ মিনিয়ে ঘানাইয়ান স্ট্রাইকার টুয়াম ফ্রাঙ্কের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। লাকির বলের লব থেকে বক্সে বাঁকানো শটে গোলরক্ষককে বোকা বানান ফ্রাঙ্ক। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া উঠে আরামবাগ। ৮১ মিনিটে রক্ষণভাগ খেলোয়াড় আবুল কাসেমের শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় আরামবাগ। তবে দুই মিনিট পরই বদলি খেলোয়াড় মামুনের গোলে ব্যবধান কমায় তারা (২-১)।

এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও খুশি হতে পারছেন না আবাহনীর কোচ আলী আকবর, ‘দুই গোলে এগিয়ে যাওয়ার পরই খেলোয়াড়রা নির্ভার হয়ে পড়েন। খেলোয়াড়রা মোটিভেটেড নয়, কিছুটা অলস প্রকৃতির। রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে একটি গোল খেতে হয়েছে আমাদের। তবে আগের ম্যাচের চেয়ে এ ম্যাচে আমাদের প্রতিপক্ষও ভালো ছিলো। ’

অন্যদিকে হারের জন্য খেলোয়াড়দের অনুশীলনের ঘাটতিকে সামনে নিয়ে আসেন আরামবাগ কোচ কাজী জলি,‘মাঠের অভাবে আমরা অনুশীলন করতে পারিনি। খেলোয়াড়দের মধ্যে এখনো ভালো সমন্বয় গড়ে উঠেনি। প্রথমদিকে আমরা কিছুটা পিছিয়ে পড়লেও শেষ ৩৫ মিনিট ভালো খেলেছে দল। এছাড়া প্রথমার্ধে আমাদেরকে একটা পেনাল্টি থেকেও বঞ্চিত করেছেন রেফারি। ’

এদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে ফেনী সকারের বিপক্ষে জিতে চমক উপহার দেয় অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ এসি।

৫৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন মফিজুর রহমান। ফেনী সকারের মোস্তফা কাবা বক্সে মফিজুর রহমানকে ট্যাকল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

এজয়ে ‘বি’ গ্রুপে আবাহনীর পরের অবস্থানে উঠে এসেছে পুলিশ দল। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচে গ্রুপের অপর দুই দল ফেনী সকার ও আরামবাগের সংগ্রহ এক পয়েন্ট করে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।