ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ইনজুরিতে ছিটকে গেলেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইনজুরিতে ছিটকে গেলেন গ্রিজম্যান

ইনজুরির কারণে চলতি মৌসুমে লা লিগায় আঁতোয়া গ্রিজম্যানের আর নামা হচ্ছে না। তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

এ মৌসুমে লিগে বার্সার আর দুটি ম্যাচ বাকি রয়েছে। তবে ডান পায়ের মাংস পেশিতে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য ফরাসি এই স্ট্রাইকারকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

শনিবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সার ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান গ্রিজম্যান। তিনি দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তাকে দ্রুত লুইস সুয়ারেসের বদলি করা হয়।

এক বিবৃতিতে বার্সা জানায়, আঁতোয়া গ্রিজম্যান পেশির চোটে ভুগছেন। তাকে নির্বাচনের জন্য বিবেচনা করছি না।

এদিকে গ্রিজম্যানকে লা লিগাতে না পেলেও আগামী আগস্টে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ফিরতি ম্যাচে বার্সা তার আশা করছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।