ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন সৈকত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
দ্বিতীয় বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন সৈকত দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মোসাদ্দেক সৈকত

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার (১০ জুলাই) পারিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেন ২৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।  

দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন মোসাদ্দেক। শনিবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুকের প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি।

আমাদের জন্য দোয়া করবেন। ’

মোসাদ্দেকের ইন্সটাগ্রাম পোস্টএর আগে ২০১২ সালে প্রথম বিয়ে করেন মোসাদ্দেক। তার প্রথম স্ত্রী ছিলেন আপন খালাতো বোন সামিয়া শারমিন। তবে তাদের সংসার বেশিদিন টিকেনি। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।

করোনার মধ্যে সীমিত পরিসরের আয়োজনে এবার নিজ জেলার মেয়েকে জীবনসঙ্গী করে নিলেন মোসাদ্দেক।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।