ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

ফিট থাকতে যে থেরাপি নিচ্ছেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ফিট থাকতে যে থেরাপি নিচ্ছেন বেনজেমা করিম বেনজেমা

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার নাম করিম বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর লস ব্লাঙ্কোসদের আশা-ভরসাও হয়ে ওঠেছেন তিনি। এবার চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে যে রিয়াল শীর্ষস্থান দখল করে লা লিগা জেতার দিকে এগিয়ে যাচ্ছে, তার মূলে রয়েছে ফরাসি ফরোয়ার্ডের দুর্দান্ত ফর্ম। 

ফিটনেস ধরে রাখতে অনুশীলনে কোনো ঘাটতি রাখছেন না বেনজেমা। এমনকি নিচ্ছেন ভ্যাকুয়াম থেরাপিও।

স্বাস্থ্য রক্ষা ও সুস্থ থাকতে এই থেরাপি অত্যন্ত কার্যকরী। এটি চাইনিজদের একটি ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি। যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। মাঠের তারকাদের ফিট থাকতে এই চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

এর আগে ২০১৭ সালেও ভ্যাকুয়াম থেরাপি নিয়েছিলেন বেনজেমা। এবার এই চিকিৎসা নেওয়ার কিছু আকর্ষণীয় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রিয়াল তারকা। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে পোস্ট করা সেসব ছবির ক্যাপশনে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ’ 

২০১৯-২০ মৌসুমের লা লিগায় ১৭ গোল নিয়ে শীর্ষ স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বেনজেমা। রিয়াল তারকার চেয়ে ৫ গোল বেশি নিয়ে শীর্ষে বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।