ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২

ঢাকা: জাতীয় স্কুল ফুটবলের ঢাকা মহানগরী অঞ্চলের জি গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল।

উত্তরা ফ্রেন্ডস সোস্যাল ফিল্ড মাঠে গ্রুপের ফাইনালে শাহদাত হোসেনের জোড়া গোলে বাংলাদেশ ইন্টারন্যাশন্যাল স্কুল ২-০ তে হারিয়েছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলকে।



একই ভেন্যুতে গ্রুপে প্রথম পর্বের ম্যাচে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল রাব্বির গোলে ১-০ ব্যবধানে হারায় উত্তরা উচ্চ বিদ্যালয় ও কলেজকে। দ্বিতীয় ম্যাচে সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় আনোয়ারের গোলে একই ব্যবধানে হারায় ডন গ্রামার স্কুলকে।

গ্রুপের তৃতীয় ম্যাচে বনানী বিদ্যা নিকেতন ১-০ গোলে হারায় মানারত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজকে। চতুর্থ ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ২-০ গোলে জেতে আকিজ ফাউন্ডেশন স্কুলের বিপক্ষে। একটি করে গোল করেন ইসমত ও শাহাদাত। অপর ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ১-০ গোলে মাইলস্টোনকে কলেজকে হারায়।

গ্রুপের প্রথম সেমিফাইনালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল শ্যুট আউটে ৩-১ গোলে হারায় সিভিল অ্যাভিয়েশন হাই স্কুলকে। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিলো।

অপর সেমিফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ১-০ গোলে হারিয়েছে বনানী বিদ্যা নিকেতন। জয়সূচক গোলটি করেন প্রিয়াংশু।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।