ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

‘বিশ্বসেরা’ কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২
‘বিশ্বসেরা’ কোচ গার্দিওলা

মাদ্রিদ: মেসি, জাভি, ইনিয়েস্তা ও ভিয়াদের ফুটবল নৈপূন্যে বুঁদ হয়ে থাকে সারা বিশ্ব। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যার অধীনে খেলেন এই তারকারা।

তিনিও কম কিসে। তাই মেসিদের গুরু পেপ গার্দিওলাকে ‘বিশ্বসেরা’ ক্লাব কোচ হিসেবে নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অব হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।

২০১ পয়েন্ট নিয়ে ‘বিশ্বসেরা’ কোচ হয়েছেন গার্দিওলা। তার পরে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো ও ইলিংশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

২০১১ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনার শোকেসে উঠেছে স্প্যানিশ লা লিগা, সুপার কোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। আর এক সপ্তাহ আগে আইএফএফএইচএস ‘সেরা প্লেমেকার’ হিসেবে নির্বাচিত করে তার শিষ্য জাভি হার্নান্দেসকে। এছাড়া ‘বিশ্বসেরা’ গোলরক্ষক হিসেবে নির্বাচত হন রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।