bangla news

প্রথমবারের মতো স্টোকসের নেতৃত্বে খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-৩০ ৮:৪১:৪৫ পিএম
বেন স্টোকস ও জো রুট

বেন স্টোকস ও জো রুট

আগামী সপ্তাহে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্ট সিরিজ। প্রথম টেস্টে প্রথমবারের মতো বেন স্টোকসের নেতৃত্বে মাঠে নামবে ইংলিশরা। নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুটের পরিবর্তে এই দায়িত্ব কাঁধে নিচ্ছেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার। 

০৮ জুলাই জীবাণুমুক্ত পরিবেশে সাউদ্যাম্পটনে শুরু হবে সিরিজে প্রথম টেস্ট। তার আগে বুধবার (০১ জুলাই) ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ইংল্যান্ড। সম্ভাব্য হিসেবে আগামী সপ্তাহে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়া রুট স্ত্রীর পাশে থাকার জন্য ওয়ার্ম-আপ ও প্রথম টেস্ট খেলবেন না। ২৯ বছর বয়সী ব্যাটসম্যান বুধবার ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্প ত্যাগ করবেন। 

রুট স্কোয়াডে যোগ দেবেন দ্বিতীয় টেস্টের আগে, ১৩ জুলাই। তার আগে এক সপ্তাহের জন্য স্বেচ্ছা-আইসোলশনে থাকবেন তিনি। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট খেলবে ১৬ জুলাই, ওল্ড ট্রাফোর্ডে। সিরিজের শেষ টেস্ট হবে ম্যানচেস্টারে, ২৪ জুলাই। 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে ক্রিকেট। 

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-30 20:41:45