bangla news

টাকার চেয়ে জীবনের মূল্য বেশি: এবাদত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-২৮ ৮:৫১:২১ পিএম
এবাদত হোসেন

এবাদত হোসেন

করোনা মহামারির কারণে বাংলাদেশ দলের চারটি সিরিজ স্থগিত হয়ে গেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ছিল টেস্ট সিরিজ। প্রায় ৮টি টেস্ট আপাতত খেলা হচ্ছে না ক্রিকেটারদের। আর এ জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে টাইগাররা। তবে জাতীয় টেস্ট দলের নিয়মিত মুখ পেসার এবাদত হোসেন মনে করেন, টাকার চেয়ে জীবনের মূল্যটা বেশি।

রোববার (২৮ জুন) সংবাদমাধ্যমে এমন কথা বলেন। করোনার এই কঠিন সময়ে এটা নিয়ে আফসোস করার কিছু নেই বলে তিনি মনে করেন।  

এবাদত বলেন, ‘আমার ক্যারিয়ারটা মাত্রই শুরু হলো। তাই ম্যাচগুলো আমার জন্য খুবই দরকার ছিল। কিন্তু কিছু করার নেই। জীবনটাই গুরুত্বপূর্ণ। বেঁচে থাকলে, সুস্থ থাকলে অনেক ম্যাচেই খেলতে পারব। তবে এটা ঠিক জিম্বাবুয়ের সঙ্গে জয়ের পর আমরা বেশ ভালো ছন্দে ছিলাম। এই আটটা ম্যাচ যদি খেলতে পারতাম আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। যেহেতু বেশি টেস্ট পাই না।’

অাগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। ঠিক সময়মতো ফাইনাল হলে এই স্থগিত হওয়া ম্যাচ গুলো খেলার সম্ভবনা খুবই কম। সেক্ষেত্রে টাইগারদের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ২৮, ২০২০
আরএআর/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-28 20:51:21