ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অভিষেকে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন রোমেরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
অভিষেকে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন রোমেরো

নাম তার লুকা রোমেরো। অনেকে তাকে মেক্সিকান মেসি হিসেবেও চেনেন। আর তরুণ এই তারকা স্প্যানিশ লা লিগায় অভিষেকেই ৮০ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন। রিয়াল মায়োর্কার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেই লিগটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন তিনি।

মেক্সিকোয় জন্ম হলেও, বাবা আর্জেন্টাইন হওয়ায় সেখানেই যুব দলে খেলেন। আর ক্লাব পর্যায়ে মায়োর্কার হয়ে এদিন মাত্র ১৫ বছর ২১৯ দিনে অভিষেক হয় তার।

রোমেরো ভাঙলেন সানসনের রেকর্ড। যিনি ১৯৩৯-৪০ মৌসুমে সেল্টা ভিগোর হয়ে ১৫ বছর ২৫৫ দিনে লা লিগায় অভিষেক করেছিলেন।

আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে মায়োর্কা তাকে ম্যাচে শেষ ছয় মিনিট থাকতে মাঠে নামায়। যদিও ম্যাচটি রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জয় পেয়েছে। তবে তরুণ এই তারকার দিকে নজর রয়েছে ইউরোপিয়ান বড় ক্লাবগুলোর।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।