ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

করোনার আশীর্বাদে ৩ বছর পর মাঠে ফিরলেন স্প্যানিশ মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২০
করোনার আশীর্বাদে ৩ বছর পর মাঠে ফিরলেন স্প্যানিশ মিডফিল্ডার অধিনায়কের আর্মব্যান্ড পড়ছেন ব্রুনো

তিন বছরেরও বেশি সময়ের পর চোট কাটিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ব্রুনো সোরিয়ানো। দিনের হিসেবে যা ১১২৮ দিন। ২০১৭ সালের ২১ মে শেষবার খেলতে দেখা গিয়েছিল ভিয়ারিয়াল অধিনায়ককে। 

সোমবার (২২ জুন) লা লিগার চলতি মৌসুমে নিজেদের মাঠে সেভিয়ার মুখোমুখি হয় ভিয়ারিয়াল। সেই ম্যাচের ৮৮তম মিনিটে পাকো আলেসারের পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামেন সোরিয়ানো।

 

অন্তিম মুহূর্তে মাঠে নেমে অবশ্য দলে তেমন কোনো অবদান রাখতে পারেননি ৩৬ বছর বয়সী মিডফিল্ডার। তবে ৯০তম মিনিটে হলুদ কার্ড দেখেন তিনি। ম্যাচটি ড্র হয়েছে ২-২ ব্যবধানে।  

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের স্কোয়াডে থাকা এ তারকা হাঁটুর চোটে পড়ে তিন বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। অনেকে ভেবেছিল চলতি মৌসুমেও হয়তো ফিরতে পারবেন না তিনি। তবে করোনা ভাইরাসের কারণে লা লিগা স্থগিত থাকে তিন মাসেরও বেশি। সময়টা কাজে লাগিয়ে চোট থেকে সেরে ওঠার পাশাপাশি ফিটনেসও ফিরে পান সোরিয়ানো।  

২০১০ সাল থেকে এখন পযর্ন্ত স্পেনের হয়ে ১০ ম্যাচে খেলেছেন তিনি।  পেশাদারি ক্যারিয়ারে ভিয়ারিয়ালের জার্সিতে খেলছেন ২০০৬ সাল থেকে।  দীর্ঘদিনের নির্বাসনে যাওয়ার আগে দলের অধিনায়ক ছিলেন সোরিয়ানো। ফিরলেনও অধিনায়কের আর্মব্যান্ড পড়ে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।