ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

বর্ণ-বৈষম্য দূরীকরণে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেবেন জর্ডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুন ৬, ২০২০
বর্ণ-বৈষম্য দূরীকরণে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেবেন জর্ডান মাইকেল জর্ডান

বাস্কেটবল কিংবদিন্ত মাইকেল জর্ডান জানিয়েছেন, জাতিগত সমতা এবং সামাজিক বিচার নিশ্চিতের জন্য তিনি দলীয় লড়াইয়ে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি ‍টাকা দান করবেন। 

খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  

এক বিবৃতিতে ৫৭ বছর বয়সী এনবিএ কিংবদন্তি জানান, তিনি এবং তার ব্রান্ড (জর্ডান) ১০ বছর ধরে এই অর্থ বিতরণ করবেন।

তার এই অনুদান বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা কয়েকটি সংগঠনকে দেওয়া হবে।  

আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের নির্মম মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের জনগণের বর্ণ-বৈষ্যমের বিরুদ্ধে শুরু করা আন্দোলনের প্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছেন জর্ডান।  

২৫ মে, এক শ্বেতাঙ্গ পুলিশ নৃশংসভাবে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের গলায় ৮ মিনিটেরও বেশি সময় হাঁটু চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। এর পরপরই নির্মম এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নামেন তারা।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad