ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

২০ জুন থেকে ‘শুরু’ রোনালদোদের সিরি’আ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২৯, ২০২০
২০ জুন থেকে ‘শুরু’ রোনালদোদের সিরি’আ অনুশীলনে রোনালদো। ছবি: সংগৃহীত

১৭ জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর তিনদিন পর অর্থাৎ ২০ জুন থেকে মাঠে ফিরছে সিরি’আ। করোনা ভাইরাসের কারণে ইতালির শীর্ষ ফুটবল লিগের চলতি মৌসুম ফের শুরুর আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির সরকার। 

ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা জানিয়েছেন, আগামী ২০ জুন থেকে ফের শুরু হতে পারে সিরি’আ।  

তবে জটিলতা এখনও কাটেনি।

প্রতিযোগীতামূলক ফুটবল ফেরানোর ব্যাপারে বৃহস্পতিবার (২৮ মে) দেশটির সরকার সবুজ সংকেত দিলেও সিরি’আ কর্তৃপক্ষ এখনও কোনো দিন-তারিখ ঠিক করেনি।  

যদি ফিরেও তবে ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে। তবে ফেরার সম্ভাবনা নিয়ে চলতি মাসের শুরু থেকে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো।  

গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সিরি’আ। করোনা আক্রান্ত প্রথম ফুটবলার পাওয়া গিয়েছিল এ লিগেই।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৯, ২০২০
ইউবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।