ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের পরিবর্তনে মুগ্ধ আমি: ফাফ ডু প্লেসিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মে ১৪, ২০২০
বাংলাদেশের পরিবর্তনে মুগ্ধ আমি: ফাফ ডু প্লেসিস ফাফ ডু প্লেসিস

বাংলাদেশ দলের পারফরম্যান্সের উন্নতি বেশ মুগ্ধ করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে। প্রোটিয়া এই ব্যাটসম্যান মনে করেন বাংলাদেশ দল আগের চেয়ে এখন বেশ পরিণত একটি দল। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বেশ শক্তিশালী দল টাইগাররা।

বুধবার (মে ১৪) রাতে তামিম ইকবালের আমন্ত্রণে ফেসবুক লাইভে এসে এ কথা জানিয়েছেন ডু প্লেসিস। এসময়ে প্রোটিয়া ব্যাটসম্যান বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের প্রশংসা করেন।

মূলত আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ দলের মধ্যকার পার্থক্য কোথায় তামিমের এমন প্রশ্নেই ডুপ্লেসিস এমন কথা বলেন।

ডু প্লেসিস বলেন, ‘আগে বাংলাদেশ দুই-একজন ক্রিকেটারের পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিততো, এখন আর সেটা হয় না দলগত পারফরম্যান্স দেখা যায়। স্পিন ডিপার্টমেন্টটা ভালো ছিলো সব সময়। সাকিব আল হাসানের মতো স্পিনার রয়েছে। এখনো বেশ ভালো স্পিনার রয়েছে দলে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের ফাস্ট বোলাররা বেশ ভালো করছে এখন। এই উপমাহাদেশর দল হিসেবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন বড় চ্যালেঞ্জ বিদেশের মাটিতে ভালো করা। ’

ব্যাটসম্যানদের নিয়ে তিনি বলেন, ‘ব্যাটসম্যানরাও ভালো করছে এখন। কারণ অনেক আন্তর্জাতিক বোলারদের মুখোমুখি হচ্ছে ব্যাটসম্যানরা। দেশের বাইরে ব্যাটসম্যানরা বেশ ভালো করছে, বিদেশের মাটিতে ব্যাটসম্যানরা প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি করছে, গত বিশ্বকাপের কথাই বলি। আমি বাংলাদেশর কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করিনি। আমি আশা করেছিলাম বাংলাদেশ ভালো করবে কিন্তু এতো ভালো করবে এটা আশা করিনি। একটা ম্যাচ খুবই ভালো খেলেছে আর বাকি গুলোতে অ্যাভারেজে ভালো খেলেছে। পুরো টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো করেছে। এটা আমাকে বেশ মুগ্ধ করেছে। ’

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মে ১৪, ২০২০
আরএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।