ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

করোনায় আফগান কোচদের বেতন কর্তন হচ্ছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১২, ২০২০
করোনায় আফগান কোচদের বেতন কর্তন হচ্ছে

করোনা ভাইরাসের কারণে ক্ষতি পুষিয়ে উঠতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলমান মে মাসে দেশটির কোচিং স্টাফের সবার বেতনের ২৫ শতাংশ কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

মূলত প্রধান কোচ ল্যান্স ক্লুজনার, ব্যাটিং কোচ হিল্টন ডিওন অ্যাকারমান, সহকারী কোচ ও সাবেক আফগান অধিনায়ক নওরোজ মঙ্গলের বেতন কর্তন হচ্ছে।

এছাড়া আগামী জুনে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর বাতিল হলে সে মাসের বেতন থেকে ৫০ শতাংশ কর্তন হতে পারে।

আর পরিস্থিতি আরও খারাপ হলে নিকট ভবিষ্যতে ক্রিকেটারদেরও বেতন কাটার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বেতন কর্তনের বিষয়টি নিশ্চিত করে এসিবির প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্টানিকজাই জানান, কোভিড-১৯ সংকটের প্রভাবে তাদের ব্যয় সাশ্রয়ী করার পরিকল্পনার অংশ এটি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad