ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ’র আয়োজক কমিটিতে কিরণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২
বিশ্বকাপ’র আয়োজক কমিটিতে কিরণ

ঢাকা: অনূর্ধ্ব-২০ ফিফা মহিলা বিশ্বকাপের আয়োজক কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

ফিফা সাধারণ সম্পাদক জেরোমে ভালকে গত ৩০ ডিসেম্বর এক বিবৃতিতে বিশ্বকাপ আয়োজক কমিটিতে কিরণের অন্তুর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন।



এদিকে ২০১২ সালে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারাচ্ছে উজবেকিস্তান। কারিগরি ও কৌশলগত কারণে বিশ্বকাপ আয়োজক হিসেবে উজবেকিস্তানের নাম বাতিল করেছে ফিফা। গত ১৬ ও ১৭ ডিসিম্বর টোকিওতে ফিফা কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad