ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বসুন্ধরা গ্রুপ কর্পোরেট ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২
বসুন্ধরা গ্রুপ কর্পোরেট ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা: বছরের প্রথম দিনটিতেই উদ্বোধন হলো বসুন্ধরা গ্রুপ কর্পোরেট ক্রিকেট অ্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের।

রোববার বকিলে ৪টায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বেলুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় আরো উপিস্থত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান।

রোববার বিকেলে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেইলি সান সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

স্বাগত ভাষণে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপে কর্মরতরা শুধু অর্থ, বিত্ত ও জ্ঞানের সন্ধানেই ব্যস্ত থাকেন না। তারা বিনোদন তথা খেলাধুলায়ও মনোযোগী। আর খেলা নিছক বিনোদন নয়, চিত্ত সমৃদ্ধি এবং শরীরের সুস্থতার জন্যেও খেলাধুলা দরকার।

এ ধরনের কর্পোরেট টুর্নামেন্টের মাধ্যমে পারস্পরিক মেলবন্ধনও তৈরি হয় বলে উল্লেখ করেন তিনি।

কালেরকণ্ঠর ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ‘তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে বসুন্ধরা গ্রুপ। ’

বসুন্ধরা গ্রুপের  চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রশংসা করে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের অর্থ এবং রুচি দুটোই আছে। এর উদাহরণ হিসেবে তিনি উপমহাদেশের সর্ববৃহৎ শপিং মল পান্থপথের বসুন্ধরা সিটি এবং বসুন্ধরা আবাসিক এলাকার কথা উল্লেখ করেন। ’

তিনি বলেন, ‘আগে মানুষ শহরের সুন্দর এলাকা হিসেবে ধানমণ্ডি  বা গুলশান দেখতে যেত। এখন মানুষ আসে বসুন্ধরা আবাসিক এলাকায়। ’

দৈনিক বাংলাদেশ প্রতিদিন- এর ভারপ্রাপ্ত সম্পাদক নঈম নিজাম বলেন, ‘দেশের অর্থনীতি ও শিল্প বিকাশে বসুন্ধরা গ্রুপ বড় ভূমিকা পালন করছে। ’

অনুষ্ঠান শেষে  একটি প্রদর্শনী ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ক্রিকেট প্রতিযোগিতায় ৩টি কর্পোরেট প্রতিষ্ঠান মুখোমুখি হচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। সে হিসেবে দল ৩টি হচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স এমপ্লোয়িজ, ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভলেপমেন্ট লিমিটেড ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড অংশগ্রহণ করছে এ প্রতিযোগগিতায়।

ক্রিকেটে বিজয়ী দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়।

কর্পোরেট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতভাবে মোট ৬৪টি দল অংশগ্রহণ করছে প্রতিযোগিতায়। ব্যাডমন্টিনে বিজয়ী দলের জন্যে রয়েছে ১ লাখ টাকা পুরস্কার।

বাংলাদেশ সময় ১৭৪৪; ১ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।