bangla news

মাত্র ২৫ বছরেই না ফেরার দেশে এডমন্ড ফরোয়ার্ড কোলবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-১২ ৯:৫১:৫১ এএম
কোলবি কেভ

কোলবি কেভ

ব্রেইন থেকে কোলয়েড সিস্ট নামের টিউমার অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সার্জারির চারদিন পরই না ফেরার দেশে পাড়ি জমালেন কানাডার পেশাদার আইস হকি দল এডমন্টন অয়েলার্সের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কোলবি কেভ। 

টরেন্টো হাসপাতালে অপারেশনের পর কোমায় চলে গিয়েছিলেন কেভ। 

কোলবির মৃত্যুতে শোক জানিয়েছে ন্যাশনাল হকি লিগ ক্লাব। এনএইচএল তাদের ওয়েবাইটে এক বিবৃতিতে জানায়, ‘এই খবর জানানো আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে, আজ সকালে কোলবি কেভ মারা গেছেন।’ 

চারটি এনএইচএল মৌসুমে অয়েলার্স এবং বোস্টন ব্রুইন্সের হয়ে কানাডিয়ান কেভ খেলেছেন ৬৭ ম্যাচ। ৫ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ৪ গোল।  

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কোলবি কেভকে হাসপাতালে দেখতেও যেতে পারেননি তার স্ত্রী এমিলি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
ইউবি  

ক্লিক করুন, আরো পড়ুন :   খেলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-12 09:51:51