bangla news

করোনায় বাবার পর ইতালিয়ান সাবেক অ্যাথলেটের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৮ ৮:৪৩:৫৪ পিএম
করোনায় বাবার পর ইতালিয়ান সাবেক অ্যাথলেটের মৃত্যু

করোনায় বাবার পর ইতালিয়ান সাবেক অ্যাথলেটের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে পারলেন না ইতালির সাবেক অলিম্পিক অ্যাথলেট দোনাতো সাবিয়া। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে চলে গেলেন ৮০০ মিটার অলিম্পিক ফাইনালের দুবারের এই দৌড়বিদ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান অলিম্পিক কমিটি (কোনি)। 

এর আগে এই করোনা ভাইরাসেই সাবিয়ার বাবা কিছুদিন আগে মারা যান।

এক বিবৃতিতে কোনি জানায়, সাবিয়া ৮০০ মিটার অলিম্পিকে দুবারের ফাইনালিস্ট ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ ইতালি অঞ্চলের বাসিলিকাতার পোতেনজায় স্যান কার্লো হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

সাবিয়া ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার ফাইনাল দৌড়ে পঞ্চম হয়ে শেষ করেন। আর চার বছর পর সিউল অলিম্পিকে একই ইভেন্টের ফাইনালে সপ্তম হয়ে শেষ করেন। তিনি অবশ্য ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। কোনি জানায়, অলিম্পিক ফাইনালে ওঠা প্রথম কোনো অ্যাথলেট হিসেবে করোনায় মারা গেলেন সাবিয়া।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-08 20:43:54