ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

কিউই ক্রিকেটারদের ভোটে সেরা সাউদি-ডিভাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
কিউই ক্রিকেটারদের ভোটে সেরা সাউদি-ডিভাইন

নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ভোটে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টিম সাউদি। আর সেরা নারী ক্রিকেটারের পুরস্কার উঠেছে সোফি ডিভাইনের হাতে। করোনা ভাইরাসের কারণে অনলাইনের মাধ্যমে ২০১৯-২০ মৌসুমের ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়।

পুরুষদের সেরা ‘প্লেয়ার্স ক্যাপ’ এনিয়ে দ্বিতীয়বার জিতলেন ডানহাতি ফাস্ট বোলার সাউদি। তিনি সর্বশেষ এটি ২০১৩ সালে জিতেছিলেন।

আর টানা তৃতীয়বারের মতো সেরা হলেন কিউই নারী দলের অধিনায়ক ডিভাইন। এরই সঙ্গে পুরুষ দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের রেকর্ডেও ভাগ বসালেন। উইলিয়ামসন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পুরস্কারটি বাগিয়ে নেন।

গত এক বছরে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সাউদি তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে একবারের বেশি পুরস্কারটি জিতলেন। এর আগে উইলিয়ামসন ও রস টেইলর দুই বা তার বেশি জিতেছিলেন। গত বছর পুরস্কারটি অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলরের ঘরে যায়।

সাউদি গত একবছরে বিশেষ করে টেস্টে দারুণ সময় পার করেছেন। ৬টি টেস্টে তার ঝুলিতে ৩৩ উইকেট জমা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।