bangla news

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের জন্য ঘুষ নিয়েছিল ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৮ ২:০৯:১৮ এএম
ঘুষ নিয়েছে ফিফা

ঘুষ নিয়েছে ফিফা

২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে রাশিয়া। আর আগামী ২০২২ বিশ্বকাপের আসর হতে যাচ্ছে কাতারে। এই দুই দেশকে ভোটে আয়োজক বানানোর জন্য ঘুষ নিয়েছিল ফুটবলের সবোচ্চ সংস্থা ফিফা। এমন চাঞ্চল্যকার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। 

দুর্নীতি তদন্তের অংশ হিসেবে উচ্চ পদস্থ ফুটবল কর্মকর্তাদের পাশাপাশি দু'জন প্রাক্তন ফক্স নিউজের কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে। 

নিউইয়র্কে দীর্ঘদিন ধরে চলমান ফুটবল গভর্নিং বডির বিরুদ্ধে দুর্নীতি তদন্তে এই নথি পেশ করে ফেডারেল প্রসিকিউটররা। নথিতে দাবি করা হয়, ফিফার নির্বাহী কমিটির বেশ কয়েকজন সাবেক সদস্যকে ভোট সংক্রান্ত ঘুষের প্রস্তাব দেওয়া হয় এবং তারা তা গ্রহণও করেছেন। 

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল ফিফা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-04-08 02:09:18