ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

করোনা

আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়: দ্রগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়: দ্রগবা দিদিয়ের দ্রগবা/ছবি-সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুতেই ঠেকানো যাচ্ছে না। ফলে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু এখনও এই ভাইরাসের কোনো প্রতিষেধক তৈরি করা সম্ভব হয়নি। যদিও বিভিন্ন দেশের গবেষকরা এ নিয়ে কাজ করছেন। 

এরইমধ্যে খবর এলো, প্রতিষেধক বানানোর পর এর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হতে পারে আফ্রিকায়। কিন্তু এই খবরে খেপেছেন দুই আফ্রিকান ফুটবল কিংবদন্তি দিদিয়ের দ্রগবা ও স্যামুয়েল ইতো।

তাদের কথা একটাই, আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়।

সম্প্রতি 'ফ্রেঞ্চ টিভি'কে দেওয়া সাক্ষাৎকারে দুই চিকিৎসক করোনা ভাইরাসের বিভিন্ন সম্ভাব্য প্রতিষেধক প্রস্তুত করার পর তা পরীক্ষার জন্য আফ্রিকাকে বেছে নিতে বলেন। এর কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর তা বিশ্বের অন্যান্য দেশে প্রয়োগের প্রস্তাবও রাখেন তারা।  

দুই ফরাসি চিকিৎসকের প্রস্তাবনার জবাবে এক টুইটে আইভরিকোস্টের মহাতারকা দ্রগবা লেখেন, 'আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়। আমি এসব মিথ্যা দাবির বিপক্ষে কঠোর নিন্দা জানাচ্ছি এবং তাদের এসব দাবিগুলো আদতে বর্ণবাদী। '

সাবেক চেলসি ফরোয়ার্ড আরও লেখেন, 'করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আফ্রিকাকে সাহায্য করুন। আফ্রিকার মানুষদের গিনিপিগ বানাবেন না। এটা খুবই ন্যাক্কারজনক। আফ্রিকার নেতাদের দায়িত্ব হচ্ছে এসব ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে নিজেদের জনগণকে রক্ষা করা। '

এদিকে ওই চিকিৎসকদের সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে করা টুইটের জবাবে ক্যামেরুন ও বার্সার সাবেক তারকা ইতো লেখেন, 'আফ্রিকা তোমাদের খেলার মাঠ নয়। '

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ ১৫৮ এবং মৃতের সংখ্যা ৫৫ হাজার ১৬৩।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।