ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

করোনা ঠেকাতে ১ লাখ রুপি দান করলেন ১৬ বছরের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা ঠেকাতে ১ লাখ রুপি দান করলেন ১৬ বছরের ক্রিকেটার রিচা ঘোষ

গত মাসে ভারতের হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা রিচা ঘোষ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ১ লাখ রুপি দান করেছেন। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এ অর্থ দান করেন ১৬ বছর বয়সী অলরাউন্ডার। 

রিচার পিতা শিলিগুড়ি জেলার ম্যাজিস্ট্রেট সুমন্ত সহায়য়ের কাছে ১ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা) চেক হস্তান্তর করেন।  

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল-সহ দুই ম্যাচ খেলা রিচা বলেন, ‘যখন সবাই কোভিড-১৯ এর বিপক্ষে যুদ্ধ করছে এবং মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন সবাইকে একত্রে লড়াই করতে, আমি ভাবলাম দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব সামান্য হলেও এতে অবদান রাখা।

’ 

রিচার জন্ম পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।