bangla news

করোনা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশের ফুটবল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৪ ৭:৩৪:১৪ পিএম
.

.

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট, ফুটবল, হকিসহ সবধরনের খেলা স্থগিত হয়েছে। সবধরনের ক্রিকেট আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এবার সেই পথেই হাঁটলো দেশের ফুটবল। অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

মঙ্গলবার (২৩ মার্চ) বাফুফে ভবনে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

এর আগে চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতির কথা চিন্তা করেই তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। শুধু প্রিমিয়ার লিগ ফুটবল নয় প্রফেশনাল ফুটবল লিগ কমিটির আওতাধীন সকল খেলাসমূহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

পরিস্থিতি ও পরিবেশ স্বাভাবিক হলে পরে সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএআর/এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-03-24 19:34:14