ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রিয়ালের আরেক সাবেক প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
রিয়ালের আরেক সাবেক প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

করোনা ভাইরাস পরিস্থিতিতে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। দু’দিন আগেই স্প্যানিশ জায়ান্টদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এবার ক্লাবটির আরেক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্তিন কোভিড-১৯ এ পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাদ্রিদের পুয়েরতা দি হিয়েরো হাসপাতালে রয়েছেন তিনি।

৭২ বছর বয়সী মার্তিন ২০০৬ সালে বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের সে সময়কার মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব পালন করেছেন।

মার্তিনের অধীনে দু’মাস অতিবাহিত করে রিয়াল।

তার সময় লিগে গ্যালাকটিকোরা অপরাজিত ছিল। পরে নির্বাচনের মাধ্যমে রিয়ালের প্রেসিডেন্টের দায়িত্ব পান রামোন কালদেরন।

ইতালির পর ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ৩১১ জন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।